
এস এম সেলিম হোসেন :
পাতি ভেঙ্গে যাত্রিবাহী বাস পার্শ্ববর্তী বাড়ির ভিতরে ঢুকে পড়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা-আশাশুনি সড়কের জাহানাবাজ এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষ দর্শীরা জানান, শনিবার সকাল সাড়ে ১০টায় আশাশুনির উদ্দেশ্যে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস জাহানাবাজ এলাকার নারিকেল তোলা নামক স্থানে পৌছালে বাসের পাতি ভেঙ্গে যায়। এসময় বাসটি ডিগবাজী খেয়ে পার্শ্ববর্তী একটি বাড়ীর মধ্যে ঢুকে যায়। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন যাত্রী। সদর থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছেন।