
শ্যামনগর প্রতিনিধি ::
সোমবার সকাল ১০ টায় মু¯œীগঞ্জ ইউনিয়নের মথুরাপুর গ্রামের ব্রো ধান চাষে পানি সাশ্রয়ী প্রযুক্তির সাফল্য। প্রয়োগিক গবেশনা প্রকল্পের মাঠদিবস অনুষ্ঠিত হয়েছে। পানি সাশ্রয়ী আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ ও বিস্তার ব্যবস্থাপনার মাধ্যমে ফসলের উৎপাদন বৃদ্ধির শীর্ষক সেচ ও পানি ব্যবস্থাপনা
কেন্দ্র, পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), বগুড়ার বাস্তবায়নে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের উদ্যেগে মন্ত্রনালয় বিভাগের ৪টি পদ্ধতি চাষ প্রয়োগ করে। প্রধান অতিথির বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা ডাঃ মুজিবর রহমান, বিশেষ অতিথী উপজেলা তাঁতীলীগের সাধারন সম্পাদক মেহেদী হাসান
মারুফ, ডাটা কালেক্টও প্রভাসক আসমাউল হুসনা (তানিয়া), সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন,এস.এ.এ.ও নুরুজ্জামান, তথ্য সংগ্রহকারি রাইছুল ইসলাম। মাঠ দিবসে জানান ৫০ জন কৃষক কৃষানীর চাষের বীজ, সার, কীটনাশক সহ সার্বিক সহযোগিতা করেছেন।
আউশ ও পাঠ চাষের সহযোগিতা করারও আশ্বাস দেন। পর্যায়ক্রমে ভিজানো শুকানো সেচ পদ্ধতি, বেড-নালা পদ্ধতি, এসআরআই পদ্ধতি, ট্রাইকো-কম্পোজ তৈরির পদ্ধতি বিষয়ের উপরে প্রশিক্ষণ প্রদান করেন। গননা করে জানাযায় প্রতিছোড়ায় যতেষ্ঠ পরিমান ধানপান বলে জানান।
##