
অনলাইন ডেস্ক ::
পাবনা সদর উপজেলায় এক মুদি ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার রাতে উপজেলার ভাড়ারা ইউনিয়নের কোলাদি গ্রামে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।
নিহত রেজাউল করিম বিশ্বাস ওরফে আব্দুর রশিদ বিশ্বাস (৫৫) কোলাদি গ্রামের প্রয়াত ওয়াহেদ আলী বিশ্বাসের ছেলে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, সকালে নিহতের বাড়ির পাশে পুকুর পাড়ে তার গলা কাটা মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি জানান, ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বটি উদ্ধার করা হয়েছে।
পাবনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, কারা কি কারণে তাকে হত্যা করেছে তা জানা যায়নি। তবে পূর্ব বিরোধের জের ধরে তাকে হত্যা করা হতে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।