পারকুখরালীতে ব্র্যাক ওয়াটার স্যানিটেশন এন্ড হাইজিন কর্মসূচি বাস্তবায়নের মতবিনিময়


345 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
পারকুখরালীতে ব্র্যাক ওয়াটার স্যানিটেশন এন্ড হাইজিন কর্মসূচি বাস্তবায়নের মতবিনিময়
এপ্রিল ২, ২০১৬ ফটো গ্যালারি সাতক্ষীরা সদর
Print Friendly, PDF & Email

স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা সদরের পারকুখরালী বে-সরকারি সংস্থা ব্র্যাক ওয়াটার স্যানিটেশন এন্ড হাইজিন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে শনিবার সকালে স্থানীয় গ্রাম বাসীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় ব্যবসায়ী হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংস্থা ব্র্যাক ওয়াটার স্যানিটেশন এন্ড হাইজিনের কর্মকর্তা ফারুক হুসাইন খান, অনিল চন্দ্র রায়, সোহেল পারভেজ,সাজ্জাদ হোসেন, সালাউদ্দীন আহম্মেদ সাইফুল ইসলাম প্রমূখ। শেষে সংস্থা ব্র্যাক ওয়াটার স্যানিটেশন কমিটি গঠন করা হয়। এসময় এলাকার শত শত নারী পুরুষ অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।
##