পিএসসির নতুন সদস্য কে এম আলী আজম


129 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
পিএসসির নতুন সদস্য কে এম আলী আজম
নভেম্বর ১, ২০২২ জাতীয় ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

অনলাইন ডেস্ক ::

জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিদায়ী সিনিয়র সচিব কে এম আলী আজমকে সরকারি কর্ম-কমিশনের (পিএসসি) সদস্য পদে নিয়োগ দিয়েছে সরকার।

সংবিধানের ক্ষমতাবলে আলী আজমের অবসরোত্তর ছুটি ও এ সংক্রান্ত সুবিধা স্থগিতের শর্তে রাষ্ট্রপতি তাকে পিএসসির সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন জানিয়ে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
চাকরির মেয়াদ শেষ হওয়ায় আলী আজমকে আগামী ২ নভেম্বর থেকে অবসরে পাঠিয়ে ৩১ অক্টোবর প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

দায়িত্ব নেওয়ার দিন থেকে পাঁচ বছর মেয়াদে বা তার বয়স ৬৫ বছর পূর্ণ হওয়ার মধ্যে যেটি আগে ঘটে, সেই সময় আলী আজম পিএসসির সদস্যের দায়িত্বে থাকবেন বলে উল্লেখ করা হয়েছে।

অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব সোহরাব হোসাইন পিএসসির চেয়ারম্যানের দায়িত্বে আছেন।