
অনলাইন ডেস্ক ::
পিকনিকের বাসে ধূমপান ও মেয়েদের উত্ত্যক্তের প্রতিবাদ করার জেরে রাজধানীর আসাদগেট এলাকায় ছুরিকাঘাতে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর আরেক সঙ্গী আহত হয়েছেন।
মঙ্গলবার (১ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত ১টার দিকে রাব্বী (২৫) নামের একজনের মৃত্যু হয়।
আজ বুধবার শেরেবাংলা নগর থানার ওসি উৎপল বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রাব্বীর বাসা লালবাগের শহীদনগর এলাকায়। সেখানে তিনি ফ্লেক্সিলোডের দোকান চালাতেন। আহত তরুণের নাম শাওন, তিনি পেশায় অটোরিকশা চালক।
শাওনের বন্ধু শাহরিয়ার হাসান শান্তের বরাতে ওসি জানান, লালবাগ এলাকার একদল তরুণ দুটি বাস ভাড়া করে মঙ্গলবার সকালে ধামরাইয়ের একটি পার্কে যান পিকনিক করতে। তাদের সঙ্গে কয়েকজন তরুণীও ছিলেন। সন্ধ্যায় ফেরার পথে গাবতলী এলাকায় পৌঁছালে বাসের মধ্যে কয়েকজন ধূমপান এবং মেয়েদের উত্ত্যক্ত করছিলেন। সেসময় রাব্বী প্রতিবাদ করলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর বাসটি আসাদগেইট এলাকায় সিগন্যালে পড়লে তিন-চারজন যুবক উঠে রাব্বীকে মারধর করে ও ছুরি মারে। ঠেকাতে গেলে শাওনকেও তারা ছুরিকাঘাত করে। এরপর তারা বাস থেকে নেমে চলে যায়।
ওসি বলেন, বাসে রাব্বীর সঙ্গে যাদের ঝগড়া হয়েছিল, তাদের মধ্যে একজনের নাম ফারুক। ওই ঘটনা তিনি ফোনে কাউকে বলেছিলেন। এরপর রাত সাড়ে ৮টার দিকে কয়েকজন বাসে উঠে ছুরি নিয়ে রাব্বীর ওপর চড়াও হয়।
নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।