
আব্দুর রহমান :
সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ডের রাস্তা সংলগ্ন তিনটি পুকুরের গাইড ওয়াল নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টায় উত্তর পলাশপোল পূজা মন্ডপ সংলগ্ন পুকুর, রসুলপুর আরিফ খানের বাড়ী সংলগ্ন পুকুর ও রসুলপুর পশ্চিম পাড়ায় খোকনের বাড়ী সংলগ্ন পুকুরের গাইড ওয়াল নির্মান কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর সভার প্যানেল মেয়র শেখ শফিক উদ দৌলা সাগর।
পৌরসভার রাস্তা রক্ষার্থে ৩লক্ষ ৬০ হাজার টাকা ব্যয়ে এ তিনটি পুকুরের গাইড ওয়াল নির্মাণ করা হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর ফারহা দিবা খান সাথী, ঠিকাদার শাহিনুর রহমান, আমিরুল ইসলাম ঢালী, সাবিত্রি সরকার, শেখ তারা মিয়া, ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম তপুসগ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।