
স্টাফ রিপোর্টার :
সাতক্ষীরা পৌরসভার পক্ষ থেকে সাতক্ষীরার জেলা প্রশাসক নাজমুল আহসান কে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার বেলা ১২টায় পৌর মেয়রের কার্যালয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়। পৌর মেয়র এম এ জলিলের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক মুনসুর আহমেদ।
পৌরসভার সচিব সাইফুল ইসলাম বিশ্বাসের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সাবেক মেয়র শেখ আশরাফুল হক, নব নির্বাচিত মেয়র তাজকিন আহমেদ চিশতী, কাউন্সিলর শেখ সফিক উদ দৌলা সাগর, শহীদুল ইসলাম, মাসুম বিল্লাহ শাহীন, ফারহা দিবা খান সাথী, অনীমা রানী, জ্যোস্না আরা, ফরিদ আক্তার বিউটি, শাহীনুর রহমান শাহীন, শফিকুল আলম বাবু, ফিরোজ আহমেদ, আব্দুস সেলিম, নির্বাহী প্রকৌশলী নজমুল করিম, হিসাব রক্ষণ কর্মকর্তা আক্তার হোসেন তালুকদার, প্রশান্ত ব্যনার্জী, স্বরস কুমার দে, সহকারী প্রকৌশলী কামরুল আখতার, শেখ নাসের আলী শাহীন, মীর আজিজুর রহমান, ইদ্রিস আলী, সার্ভেয়ার মামুন, রেজাউল করিম প্রমুখ।
এসময় বিদায়ী জেলা প্রশাসক সাতক্ষীরার মানুষের ভূয়শী প্রসংশা করে বলেন, সাতক্ষীরার মানুষ অত্যন্ত ভালো মনের অধিকারী। সাতক্ষীরা জেলা প্রশাসক হিসেবে যখন আমার অর্ডার এসেছিলো। আমার স্ত্রীসহ আমার পরিবারে সকলের চোখে পানি ছিলো। আজ আবার যখন যাচ্ছিন তখনও সকলের চোখে পানি দেখেছি।
এই পানি আর সেই পানির মধ্যে কতটা পার্থক্য সেটা বলে বুঝাতে পারবো না। সাতক্ষীরার মানুষের সাথে কাজ করতে গিয়ে আমি সাতক্ষীরার মানুষে পরিণত হয়েছি। আমি খুলনায় বদলি হয়েছি। তারপরও সাতক্ষীরার মানুষের জন্য আমার দরজা সব সময় খোলা থাকবে। যে কোন প্রয়োজনে সাতক্ষীরার মানুষের পাশে এসে দাড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, হাফেজ শেখ কামরুল ইসলাম।