
স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ডে নব নির্বাচিত কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালুর সম্মানে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। পৌর ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব শামসুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নব নির্বাচিত কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু। ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিট অফিসার এটি এস আই বাবুল হোসেন, ওয়ার্ড আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হান্নান, ইটাগাছা ভিআইপি ট্রাক ট্যাংকলড়ী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাহাঙ্গীর হোসেন শাহীন, যুগ্ম সম্পাদক কামাল হোসেন, প্রবীন বঙ্গবন্ধু সমর্থক গোষ্ঠীর সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক মনির হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি নুর আলী গাইন, যুবলীগ নেতা ফজলুর রহমান, কামরুল, রুহুল আমিন, মোজাম্মেল হোসেন, আসাদুজ্জামান চান্দু, রাজিবুল ইসলাম, ক্যাপ্টেন হোসেন। এসময় সংবর্ধিত প্রধান অতিথি বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে দেশ নেত্রী এগিয়ে যাচ্ছেন। সকলের আন্তরিক প্রচেষ্টায় ৭নং ওয়ার্ডকে একটি ডিজিটাল ওয়ার্ডে পরিণত করবো। এছাড়া ওয়ার্ড থেকে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদক মুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেন।