
গত ১ লা আগষ্ট সাতক্ষীরা থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল ভয়েস অব সাতক্ষীরা ডটকম ,দৈনিক পত্রদূত , দৈনিক গ্রামের কাগজ পত্রিকায় প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। আমি মো: শফিকুল ইসলাম ,সাতক্ষীরা সদর উপজেলা সমবায় অফিসার। আমার ছেলে মো: আবু নাসের জজের নামে পর্ণ ছবি ছড়িয়ে দেয়ার যে অভিযোগ করা হয়েছে তা মিথ্যে,বানোয়াট,উদ্দেশ্য প্রণোদিত। সংবাদের ভিতর আমার যে রিফারেন্স ব্যবহার করা হয়েছে তাও সঠিক নয়। আমি প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। প্রকাশিত সংবাদটি কোথায় এবং কি ভাবে সাংবাদিকরা পেয়েছেন তা আমার বোধগম্য নয়। আমাকে সামাজিক ভাবে হেয়প্রতিপন্য করার জন্য একটি কুচক্রি মহল সাংবাদিকদের কাছে এ ধরণের মিথ্যে ও বানোয়াট তথ্য সরবরাহ করেছে। সংবাদ প্রকাশের ফলে আমি মর্মাহত হয়েছি। আমি প্রকাশিত সংবাদের নিন্দা ও তীব্র প্রতিবাদ জানাচ্ছি। —-মো:শফিকুর ইসলাম, সাতক্ষীরা সদর উপজেলা সমবায় অফিসার।
ভিবি-১০৩/১৫