
বহুল প্রচারিত অনলাইন পত্রিকা “ভয়েস অব সাতক্ষীরা ডটকম” পত্রিকায় সাতক্ষীরায় মাইক্রোচালক চালক পাসপোর্ট জাহাঙ্গীর এখন কোটিপতি শিরোনামে একটি খবর প্রকাশিত হয়েছে। খবরটি আদৌ সত্য নয়। একটি স্বার্থনেশী মহল ঈর্শানিত হয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমি সাতক্ষীরা শহরে ২০ বছরের অধিককাল সময় ধরে ড্রাইভারি করি। আমি কোন সময় মাদক কেনাবেচা ও আদম ব্যাবসার সাথে জড়িত ছিলাম না। আমি মাইক্রোবাস ভাড়া নিয়ে শুধুমাত্র খুলনা ও যশোর গামী পাসপোর্ট ও ভিসা যাত্রী আনা নেওয়া করি। আমার গাড়িতে প্রশাসনের লোক থেকে শুরু করে সমাজের উর্দ্ধতন কতৃপক্ষের লোকজন চলাচল করে। ২০ বছর ড্রাইভারী করাকালে আমি যদি মাদক ব্যাবসা করতাম তাহলে কোন না কোন সময় ধরা খেতাম। আজ পর্যন্ত থানায় আমার নামে কোন মামলা এবং জিডি পর্যন্ত নেই। অঢেল সম্পদের কথা বলা হয়েছে তা আদৌ সত্য নয়। সামান্য মাইক্রো চালক কোন সময় কোটিপতি হয়না। বাড়ির কথা বলা হয়েছে বাড়িটি আমার মা চাকুরি করে পেনশনের টাকায় তৈরি করে। আমি উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। এবং প্রশাসনসহ সামাজের উর্দ্ধতন কতৃপক্ষ ও সাধারন নাগরিকের প্রতি আহবান জানাই উক্ত সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য।
জাহাঙ্গীর হোসেন (ড্রাইভার) ও
অর্থ বিষয়ক সম্পাদক
মটর চালক লীগ
সাতক্ষীরা জেলা শাখা।