প্রকাশিত সংবাদের প্রতিবাদ


881 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
মার্চ ২৯, ২০১৮ তালা ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

গত ২৮ মার্চ ২০১৮, অনলাইন নিউজ পোর্টাল talanews24.com -এ “তালায় এনজিও কর্মী দ্বারা নববধু লাঞ্চিত” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদে তালার অন্যতম বৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা সাস’র নাম জড়িয়ে যে তথ্য উপস্থাপন করা হয়েছে তা ঠিক নয় এবং সম্পূর্ন বানোয়াট ও ভিত্তিহীন। মূল ঘটনা সম্পর্কে আমরা খোজ নিয়ে জেনেছি, পারিবারিক বিষয়কে কেন্দ্র করে টুম্পা বিশ্বাস নামের এক মহিলা অপর এক মহিলার সাথে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে টুম্পা বিশ্বাস সামান্য আহত হয়। সেই ঘটনার সাথে সাস সম্পৃক্ত নয়। কিন্তু সেবা দানকারী প্রতিষ্ঠান “সাস” এর ভাবমূর্তী ক্ষুন্ন করা সহ সামাজিক ভাবে হেয় করার উদ্দেশ্য সাংবাদিকদের নিকট ভূল তথ্য সরবারহ করা হয়। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
দেবনাথ অরুন কুমার
সিনিয়র শাখা ব্যবস্থাপক (ঋন কার্যক্রম)
সাস, তালা সাতক্ষীরা।