
বরাবর,
স্বরাষ্ট্রমন্ত্রী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ সচিবলয়, ঢাকা।
বিষয় : ০৩/০৪/২০১৮ ইং তারিখে দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত আমার বিরুদ্ধে মিথ্যা চোরাকারবারী, মুদ্রাপাচারকারী ও হুন্ডি ব্যবসায়ীর তালিকা হতে নাম প্রত্যাহার প্রসঙ্গে।
জনাব,
যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক উপরেল্লিখিত বিষয়ের আলোকে সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য জানানো যাইতেছে যে, আমি নিম্ম স্বাক্ষরকারী আলহাজ্ব কাজী নওশাদ দিলওয়ার (রাজু) সভাপতি, ভোমরা সি এন্ড এফ এজেন্টস এসোসিয়েশন, ভোমরা স্থল বন্দর, সাতক্ষীরা। দৈনিক যুগান্তর ০৩/০৪/১৮ ইং তারিখে প্রকাশিত প্রত্রিকার মাধ্যমে জানতে পারলাম স্বরাষ্ট্র মন্ত্রাণালয় কর্তৃক উদৃতি দিয়ে দেশে ৬২০ জনের যে, চোরাকারবারী, মুদ্রাপাচারকারী ও হুন্ডি ব্যবসায়ীর তালিকা প্রকাশিত হয়েছে তাহাতে আমার নাম সন্নিবেশিত হয়েছে। ১৯৯৬ সাল থেকে প্রায় দীর্ঘ ২২ (বাইশ) বছর যাবৎ আমি ভোমরা স্থল বন্দরে সুনামের সহিত সরকারী রাজস্ব আহরনে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে আসছি। এবং সততার সাথে সি এন্ড এফ ব্যবসা পরিচালনা করিতেছি। এমতাবস্থায় ভোমরা সি এন্ড এফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি হওয়ার কারনে আমার বিরুদ্ধে কিছু কুচক্রী মহল উদ্দেশ্য মূলকভাবে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য সম্পূর্ন মিথ্যারুপে চোরাকারবারী, মুদ্রা পাচারকারী ও হুন্ডি ব্যবসায়ীর তালিকায় আমার নাম অন্তর্ভূক্ত করেছে।
অতএব, মহোদয়ের নিকট বিনীত আরজ যেহেতু আমি সম্পূর্নভাবে নির্দোষ সেহেতু অধিকতর সুনির্দিষ্ট তদন্ত পূর্বক আমি যাহাতে চোরাকারবারী, মুদ্রাপাচারকারী ও হুন্ডি ব্যবসায়ীর নামের তালিকা হতে অব্যহতি পাইতে পারি তাহার বিহীত ব্যবস্থা করিতে একান্ত মর্জি হয়।
বিনীত নিবেদক
আলহাজ্ব কাজী নওশাদ দিলওয়ার (রাজু)
সভাপতি
ভোমরা সি এন্ড এফ এজেন্টস এসোসিয়েশন
ভোমরা, স্থল বন্দর, ভোমরা, সাতক্ষীরা।