
এস কে হাসান ::
আশাশুনি উপজেলার প্রতাপনগরে দুর্যোগ ঝুঁকি হ্রাস, জলবায়ু পরিবর্তন, অভিবাসন ও স্মার্ট সিটি/গ্রাম বিষয়ক গোল টেবিল সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মে) ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
কারিতাস খুলনা অঞ্চলের আইডিআরআর প্রকল্পের মাধ্যমে আয়োজিত সভায় ইউপি সদস্যবৃন্দ, ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, সিপিপি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠি এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্যানেল চেয়ারম্যান সোহরাব হোসেন, প্রকল্প সমন্বয়কারী পবিত্র কুমার মন্ডল, মিল কো অর্ডিনেটর মেহেদী হাসান খান, সাংবাদিক মাসুম বিল্লাহ, সাংবাদিক আবু সালেহ, হাসানুল বান্না প্রমুখ বক্তব্য রাখেন।