
সোহরাব হোসেন সবুজ, নলতা:
প্রতিবন্ধি শিশুদের দিকে বর্তমান সরকারের সু-নজর আছে। কোন প্রতিবন্ধি সমাজের বোঝা নয়, বরং তারা দেশের সম্পদ। তাদেরকে সম্পদে পরিনত করতে আমাদেরকে এগিয়ে আসতে হবে এবং আন্তরিক সহযোগিতা করতে হবে। সমাজ কল্যাণ মন্ত্রণালয় তাদের কল্যাণে কাজ করে যাচ্ছে। পর্যায়ক্রমে তাদের উন্নয়নের জন্য আরো বেশি বেশি সরকারি সহযোগিতা করা হবে। প্রতিটি প্রতিবন্ধি শিশুদেরকে রেজিষ্ট্রেশন করাতে হবে। তাদেরকে স্মার্ট কার্ড করে দেওয়া হবে। ভাতাসহ সকল সুবিধা দেওয়া হচ্ছে এবং আরো হবে। পরিদর্শনে দেখা মতে সাতক্ষীরার কালিগঞ্জসহ দক্ষিণ অঞ্চলের দিকে প্রতিবন্ধি শিশু বেশি লক্ষ্য করা গেছে। তাই এই অঞ্চলের প্রতিবন্ধি স্কুলগুলোর জন্য যাতে সব রকম সহযোগিতা করা যায় সেদিকে খেয়াল রাখব, পাশাপাশি সমাজের বিত্তবানদেরকেও এগিয়ে আসতে হবে। আজ বেলা ১টার দিকে নলতা এম.জে এফ বিশেষ প্রতিবন্ধি স্কুল পরিদর্শনে এসে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব এস.এম সুলতান মাহমুদ এসব কথা বলেন। তিনি স্কুলের শিক্ষক ও অভিভাবকদেরকে অনেক সুচিন্তিত পরামর্শ ও দিক নির্দেশনা দেন।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা সমাজ কল্যাণ অফিসার, কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গোলাম মাঈনউদ্দিন হাসান, কালিগঞ্জ সমাজ সেবা অফিসার, এম.জে এফ প্রতিবন্ধি স্কুলের প্রতিষ্ঠাতা আজহারুল ইসলাম, নলতা ইউনিয়ন আ.লীগের সভাপতি আনিছুজ্জামান খোকন, কালিগঞ্জ থানা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, নলতা নবরাগ সাংস্কৃতিক একাডেমির পরিচালক ও সাংবাদিক সোহরাব হোসেন সবুজ, রেডিও নলতার স্টেশন ইনচার্জ সেলিম শাহরিয়ার প্রমূখসহ স্কুলের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষকবৃন্দ, অভিভাবক ও ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
স্কুল পরিদর্শনের পর যুগ্ম সচিব সকলকে নিয়ে নলতার ঐতিহ্যবাহী মাজার শরীফ জিয়ারত করার উদ্দেশ্যে রওনা হন।