
সোহরাব হোসেন সবুজ, নলতা
প্রতিবন্ধী কোনভাবেই বোঝা নয়, তারা সমাজের সম্পদ। এই সম্পদকে দেশের কল্যাণে কাজে লাগাতে হবে আমাদের। আর সে জন্য সমাজের প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে। বর্তমান সরকার মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর সুযোগ্য কন্যা প্রতিবন্ধীদের উন্নয়নে সবসময় কাজ করে যাচ্ছে। তাদের অধিকার নিশ্চিত করার জন্য সর্বউচ্চ চেষ্টা করে যাচ্ছে। সরকারের পাশাপাশি সমাজের সকল পেশাজীবি মানুষও যদি তাদের পাশে দাঁড়ায় তবে অতি শিঘ্র সরকারের সেই স্বপ্ন পূরণ হবে। এবং প্রতিবন্ধীরা দেশের সম্পদে পরিনত হবে। আমি সরকারি একজন কর্মকর্তা হিসাবে যথাসম্ভব উপজেলা থেকে তাদের উন্নয়নে কাজ করে যাব। আজ বেলা ৩টার দিকে কালিগঞ্জের নলতা এম.জে. এফ বিশেষ প্রতিবন্ধী স্কুল আয়োজিত ভাড়াশিমলায় বার্ষিক বনভোজন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গোলাম মঈনউদ্দিন হাসান এসব কথা বলেন।
অনুষ্ঠানে গাজী রফিকুল ইসলামের সভাপতিত্বে স্বাগত ভাষন দেন স্কুলের প্রতিষ্ঠাতা ও এম.জে এফ’র নির্বাহী পরিচালক মো. আজহারুল ইসলাম। সাংবাদিক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের উপদেষ্টা খুলনা মেডিকেল কলেজের এ্যসোসিয়েট প্রফেসর ডাঃ আব্দুল ওহাব, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাইফুল বারী সফু, রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কওছার তুহিন, নলতা হাসপাতালের পরিচালক ডাঃ আবুল ফজল মাহমুদ বাপী, রেডিও নলতার স্টেশন ইনচার্জ সেলিম শাহরিয়ার প্রমূখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কালিগঞ্জ থানা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, নলতা নবরাগ সাংস্কৃতিক একাডেমির পরিচালক ও সাংবাদিক সোহরাব হোসেন সবুজ, সাংবাদিক আহাদুজ্জামান আহাদ, এ্যাডভোকেট জাফরুল্লা ইব্রাহিম, ইলাদেবী মল্লিক, শিক্ষক মোহর আলীসহ শিক্ষক, সাংবাদিক, এনজিও কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভার শেষে প্রধান অতিথিসহ সকল অতিথিবৃন্দ প্রতিবন্ধী স্কুলের ক্রয়কৃত জমিতে মাটি ভরাট কাজের উদ্বোধন করেন এবং স্কুলের প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের সাথে বনভোজনে অংশ নেন। উপস্থিত সকল অতিথিবৃন্দ প্রতিবন্ধী স্কুলের প্রতি সহযোগিতা ও সুদৃষ্টি রাখবেন বলে জানান।