প্রথমবারের মতো মোশাররফের সঙ্গে মৌ ও মৌসুমী


571 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
প্রথমবারের মতো মোশাররফের সঙ্গে মৌ ও মৌসুমী
মার্চ ২০, ২০১৮ ফটো গ্যালারি বিনোদন
Print Friendly, PDF & Email

অনলাইন ডেস্ক ::
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। আর এ তারকার সঙ্গে প্রথমবারের মতো একই ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন তাহমিনা সুলতানা মৌ ও মৌসুমী নাগ।

অরণ্য আনোয়ার রচিত ও পরিচালিত চলতি ধারাবাহিক নাটকটির নাম ‘ফুল এইচডি’।

গল্পনির্ভর এই নাটকটি এরইমধ্যে দর্শক প্রিয়তা পেয়েছে। সপ্তাহের প্রতি রবি থেকে বুধবার রাত ৮টা ১৫ মিনিটে ‘ফুল এইচডি’ মাছরাঙা টিভিতে প্রচার হয়।

প্রসঙ্গত, এবার তিনজন একসঙ্গে হলেও মোশাররফ করিমের বিপরীতে মৌ, মৌসুমী এর আগে আলাদাভাবে ভিন্ন ভিন্ন নাটকে অভিনয় করেছেন।