প্রথমবারের মতো ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন


380 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
প্রথমবারের মতো ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন
মার্চ ২০, ২০১৮ জাতীয় ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

অনলাইন ডেস্ক ::
বাংলাদেশে বিদ্যুতের উৎপাদন প্রথমবারের মতো ১০ হাজার মেগাওয়াট ছাড়িয়েছে। সোমবার রাতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-পিডিবির পরিচালক (জনসংযোগ) সাইফুল হাসান চৌধুরী  এ তথ্য জানান।

তিনি বলেন, সোমবার সন্ধ্যায় প্রথমবারের ১০ হাজার ৮৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।

পিডিবি জানায়, বিদ্যুৎ উৎপাদনে সর্বোচ্চ গ্যাস সরবরাহ করা হয়েছে। একই সাথে সকল তেলচালিত কেন্দ্র চালানো হয়েছে। এতে এই পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হয়।

সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় দেশে যত মেগাওয়াট বিদ্যুৎ চাহিদা ছিল তত মেগাওয়াটই উৎপাদন হয়েছে। এজন্য কোথাও কোনো লোডশেডিং ছিল না। তবে কোথাও কোথাও বিতরণ লাইনে ত্রুটি থাকায় বিদ্যুৎ ছিল না।