প্রথম ‘মিস ইরাক’ শায়মা


531 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
প্রথম ‘মিস ইরাক’ শায়মা
ডিসেম্বর ২০, ২০১৫ ফটো গ্যালারি বিনোদন
Print Friendly, PDF & Email

ভয়েস অব সাতক্ষীরা ডটকম ডেস্ক :
গত চার দশকের মধ্যে প্রথমবার অনুষ্ঠিত ‘মিস ইরাক’ প্রতিযোগিতায় শিরোপা জিতেছেন লম্বা, সবুজ চোখের সুন্দরী শায়মা আবদেলরহমান। ২০ বছর বয়সী শায়মা দেশটির বহু জাতিগোষ্ঠীর শহর কিরকুকের বাসিন্দা।  খবর এএফপি

রাজধানী বাগদাদের একটি পাঁচ তারকা হোটেলে গতকাল শনিবার দিবাগত রাতে  অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় আন্তর্জাতিক সব মান বজায় রাখার চেষ্টা ছিল কারণ প্রতিযোগিতায় জয়ীদের পরবর্তী মিস ইউনিভার্স প্রতিযোগিতায় পাঠানোর পরিকল্পনা রয়েছে আয়োজকদের। তবে তা অ্যালকোহল ও স্মোকমুক্ত ছিল  এবং এতে সুইমস্যুট প্রতিযোগিতা ছিল না যা আন্তর্জাতিক সব সুন্দরী প্রতিযোগিতার একটি গুরুত্বপূর্ণ অংশ।

‘মিস ইরাক’ মুকুট জেতার পর এক প্রতিক্রিয়ায় শায়মা সংবাদ সংস্থা এএফপিকে বলেন, ‘ইরাক এগিয়ে যাচ্ছে তা দেখে আমি খুবই খুশি। এই প্রতিযোগিতা বড় মাপের ঘটনা ও তা ইরাকিদের মুখে হাসি এনে দিয়েছে।’

উল্লেখ্য, এর আগে ইরাকে সর্বশেষ সুন্দরী প্রতিযোগিতা হয়েছিল ১৯৭২ সালে।