
বিশেষ প্রতিনিধি:
এভিএএস মেডিকেল সায়েন্স ইনস্টিটিউটের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে মিছিল অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ১০টায় এভিএএস আমতলা মোড় কার্যালয় থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিসি অফিসসহ সিভিল সার্জন অফিসে গিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, হাইকোর্টের আদেশে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের শিক্ষার্থীরা প্যাথলজি ও নার্সিং ডিপ্লোমাধারীদের রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের সমঅধিকার প্রদান করায় এই র্যালী আয়োজন করা হয়। র্যালীটি উদ্ধোধন করেন এভিএএস এর নির্বাহী পরিচালক মোঃ আখতারুজ্জামান। এ সময় র্যালীতে উপস্থিত ছিলেন পরিচালক ফকির আহমেদ শাহ, চীপ ইন্সট্রাক্টর ডাঃ আমিনুল কবির, সুজিত কুমার তাম্বুলী, ডাঃ কিংকর মন্ডল, ডিসট্রিক্ট কো-অর্ডিনেটর ডাঃ আব্দুস সালাম, জনসংযোগ কর্মকর্তা মোঃ তুহিন হোসেন প্রমুক। অন্যদিকে, জুনিয়ার ইন্সট্রাক্টর ডাঃ আশা খানম, ল্যাব সহকারী মোঃ বোরহান উদ্দীন, অফিস সহকারী মোঃ আরিফুল ইসলাম, স্টোর কিপার মোঃ মোক্তার হোসেন, কম্পিউটার অপারেটর মোঃ আজিবর রহমান, হিসাব সহকারী নাজমুস ছাকিব, উজ্জল হোসেন ও হাসান সহ কয়েকশত মিছিলে অংশগ্রহন করেন।