
ভয়েস অব সাতক্ষীরা ডটকম ডেস্ক :
বুধবার (১৫ জুলাই) দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারিয়ে টানা চতুর্থ সিরিজ জয়ের পর প্রধানমন্ত্রীর কাছে আবদার জানালেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
আবদার বড় কিছু নয়, একদিনের বাড়তি ছুটি। যাতে করে ঈদের আনন্দটা একটু ভালোভাবে উপভোগ করা যায়। ম্যাচ শেষে কথা বলার সময় গতানুগতিক ভঙ্গিমায় মাশরাফি এ আবদার জানালেন প্রধানন্ত্রীর কাছে।
১০ জুলাই তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ৮ উইকেটের ব্যবধানে হেরে যায় দক্ষিণ আফ্রিকার কাছে। ৫৩ বল বাকি থাকতেই জয়ের ঘরে পৌঁছে যায় তারা। এতে হতাশ হয়ে পড়েন অনেক দর্শক। টিম বাংলাদেশে কিছুটা হলেও হতাশা কাজ করে।
১-০ ব্যবধান থেকে ঘুরে দাঁড়িয়ে ২-১ এ সিরিজ জয় করা খুবই কঠিন একটি কাজ। যা করে দেখিয়েছে টাইগাররা।
মাশরাফি বলেন, প্রথম ম্যাচে হারার পর দক্ষিণ আফ্রিকার মতো দলের বিপক্ষে ঘুরে দাঁড়ানো কঠিন। তারপরও টিম মেম্বারদের আন্তরিক চেষ্টায় সিরিজ জয় করা সম্ভব হয়েছে।
কঠিন এ জয়ের পর টাইগাররা প্রধানমন্ত্রীর কাছে বড় কিছু চাইবেন এটাই স্বাভাবিক। কিন্তু সব কিছু বাদ দিয়ে এক দিনের ছুটি চাইলেন টাইগার অধিনায়ক। যা সবাইকে আশ্চর্য করেছে।