প্রধানমন্ত্রীর বড়শিতে ধরা পড়লো বড় চিতল


188 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
প্রধানমন্ত্রীর বড়শিতে ধরা পড়লো বড় চিতল
অক্টোবর ২৮, ২০২২ জাতীয় ফটো গ্যালারি বিনোদন
Print Friendly, PDF & Email

অনলাইন ডেস্ক :

বড়শিতেও ধরা পড়েছে বড় একটি চিতল মাছ। ছবি- আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে সংগৃহীত

একটু সুযোগ মিললেই ছিপ নিয়ে গণভবনের জলাশয়ে মাছ ধরতে বসে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর মাছ ধরার বেশ কয়েকটি ছবি ইতোমধ্যেই প্রকাশ্যে এসেছে। এবার সরকারপ্রধানের মাছ ধরার আরও একটি ছবি প্রকাশ্যে এলো।

শুক্রবার বিকেলে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক থেকে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর মাছ ধরার তিনটি ছবি পোস্ট করা হয়।

ছবিতে দেখা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে মাছ শিকারের বড়শি। তাতে ধরা পড়েছে বড় আকারের একটি চিতল মাছ। সেই মাছ বড়শি থেকে ছাড়াচ্ছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা।

দলের ফেসবুক পেজে শেয়ার করা ছবিগুলোর সঙ্গে একটি ক্যাপশনও দেওয়া হয়েছে। তাতে লেখা হয়েছে, ‘রাষ্ট্রীয় ও দলীয় কাজের শত ব্যস্ততার মধ্যেও মাসের কোনো একটি ছুটির দিন যেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের জন্য অনেক আনন্দের। বিশেষ করে ছোট বোন শেখ রেহানা থাকলে তো কথাই নেই! দুই বোন ছিপ নিয়ে বসে যান মাছ ধরতে। মাঝে মাঝে বড়সড় মাছও ধরা পড়ে তাদের বড়শিতে। বাঙালি মানেই মাছে-ভাতে বেড়ে ওঠা এক জাতি। শুভকামনা বঙ্গবন্ধুর দুই কন্যার জন্য।’