
কে এম আনিছুর রহমান,কলারোয়া প্রতিনিধি :
সাতক্ষীরার কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি প্রদান করেছে। মঙ্গলবার সকাল ১০টায় ইউএনও অফিসে উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়ের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, কল্যাণ সমিতির সভাপতি প্রধান শিক্ষক হরিসাধন ঘোষ, প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক রুহল আমিন, প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, প্রধান শিক্ষক প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান কামরুল, প্রধান শিক্ষক শামছুল হক, প্রধান শিক্ষক ফজলুল করিম, প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবদুর রকীব, সহকারী প্রধান শিক্ষক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বদরুজ্জামান, সহকারী প্রধান শিক্ষক আসাদুজ্জামান, সিনিয়র শিক্ষক গোলাম রব্বানী, মোস্তফা বাকী বিল্লাহ শাহী,রুহুল কুদ্দুস, আব্দুল্লাহ, মুজিবর রহমান, হুমায়ন কবির মিঠুসহ বিপুল সংখ্যক শিক্ষকমন্ডলী।
###
কলারোয়ার হেলাতলা ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষনা
কে এম আনিছুর রহমান,কলারোয়া প্রতিনিধি :
সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৯নং হেলাতলা ইউনিয়ন পরিষদের ২০১৬-১৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে স্থানীয় ইউনিয়ন পরিষদের হলরুমে ১ কোটি ১৪ লক্ষ ২৮ হাজার ৭৩৯ টাকার এ বাজেট ঘোষনা করেন ইউনিয়ন পরিষদের সচিব আবুল কালাম।
এর আগে বারবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউপি সদস্য আব্দুস সাত্তার, আমিরুল ইসলাম, সোহরাব হোসেন, আসাদুজ্জামান, মোখলেছুর রহমান, আব্দুস সাত্তার, আসলাম হোসেন, আব্দুল মাজেদ ,খায়রুল ইসলাাম, শারজিনা খাতুন, নাছিমা খাতুন ও মমতাজ বেগম প্রমুখ।##
কলারোয়া ল্যাবরেটরি স্কুলের প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ
কে এম আনিছুর রহমান,কলারোয়া প্রতিনিধি :
:সাতক্ষীরার কলারোয়া শিশু ল্যাবরেটরি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ২০১৬ সালের প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় স্কুল ক্যাম্পাসে এ ফলাফল প্রকাশ করা হয়েছে। স্কুল পরিচালনা পরিষদের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে অস্ট্রেলিয়া প্রবাসী কেঁড়াগাছি ইউপি’র সাবেক চেয়ারম্যান আলতাফ হোসেন লাল্টুর অর্থায়নে পরিচালিত ‘আরাফাত-জয়’ বৃত্তি প্রকল্পের আওতায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, দপ্তর সম্পাদক এমএ সাজেদ, কুশোডাঙ্গা ইউপি’র সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, গ্রামীণ ব্যাংকের হেলাতলা শাখা ব্যবস্থাপক মিহির কুমার সরকার, অবসরপ্রাপ্ত ব্যাংকার দ্বীন মোহাম্মদ। পরীক্ষার ফলাফল ঘোষণা করেন প্রধান শিক্ষক ইমদাদুল হক। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্বপন কুমার দে, মাওলানা নুরুল হক, আমজাদ হোসেন, শাহ আলম, রুনা লায়লা, নিগার সুলতানা, আব্দুল্যাহ আল মামুন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু।
###