
আর.কে.বাপ্পা, দেবহাটা :
দেবহাটায় বাংলাদেশ শিক্ষক সমিতি দেবহাটা উপজেলা শাখার নেতৃবৃন্দ মঙ্গলবার সকাল ১০টার দিকে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি দাখিল করেছেন। মাধ্যমিক স্কুল শিক্ষা জাতীয়করনের দাবিতে মঙ্গলবার সকালে উপজেলার সকল স্কুলের শিক্ষক/শিক্ষকামন্ডলী প্রধানমন্ত্রীর নিকট স্বারকলিপি দাখিল করেন। স্বারকলিপিতে উল্লেখ করা হয়েছে, মাধ্যমিক স্তরে ৩ভাগ সরকারী স্কুলে এবং বাকি ৯৭ভাঘ বেসরকারী স্কুলে অধ্যায়ন করে। কিন্তু বেরসকারী শিক্ষকরা অনেক পশ্চাদপদ অবস্থানে আছে।
এমন বিভিন্ন বিষয় উল্লেখ করে নেতৃবৃন্দ বিক্ষিপ্তভাবে স্কুল কলেজ জাতীয়করন বন্ধ করে আগামী ২০১৬-১৭ অর্থবছরের মধ্যে দ্বাদশ শ্রেনী পর্যন্ত সকল মাধ্যমিক স্কুল শিক্ষা জাতীয়করন করার দাবী সহ আরো ২ টি দাবী উল্লেখ করে এই স্বারকলিপি দাখিল করেন। এসময় বাংলাদেশ শিক্ষক সমিতি দেবহাটা উপজেলা শাখার সভাপতি প্রধান শিক্ষক বিভূতিভূষন দত্ত, সাধারন সম্পাদক প্রধান শিক্ষক এনামুল হক, প্রধান শিক্ষক পরিমল চন্দ্র গাতিদার, প্রধান শিক্ষক মদন মোহন পাল, প্রধান শিক্ষক মোঃ করিমউল্লাহ, প্রধান শিক্ষক আবুল হোসেন, প্রধান শিক্ষক মফিজুল হাসান, প্রধান শিক্ষিকা অনিমা সিংহ, সহকারী শিক্ষক সঞ্জয় সরকার, সহকারী শিক্ষক রফিকুল ইসলাম খাঁন সহ বিভিন্ন শিক্ষক/শিক্ষিকামন্ডলী উপস্থিত ছিলেন।