
আলতাফ হোসেন বাবু :
বিক্ষিপ্তভাবে স্কুল-কলেজ জাতীয়করণ বন্ধ করে আগামী ২০১৬-১৭ অর্থবছরের মধ্যে দ্বাদশ শ্রেণি পর্যন্ত দেশের সকল মাধ্যমিক স্কুল জাতীয়করণ, মাধ্যমিক স্কুল শিক্ষা জাতীয়করণের পূর্বে সরকারি স্কুলের শিক্ষ-শিক্ষাকর্মীদের অনুরুপ বেসরকারি শিক্ষক- শিক্ষাকর্মীদের স্কেল অনুসারে বার্ষিক ইনক্রিমেন্ট, পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, পাহাড়ী অঞ্চলের শিক্ষক- শিক্ষাকর্মীদের পাহাড়ী ভাতা, প্রধান শিক্ষকদের প্রাপ্য স্কেল, সৃষ্ট পদে নিয়োগ প্রাপ্তদের এমপিও ভূক্তি , ৬০বছর থেকে ৬৫বছর পর্যন্ত কলেজ শিক্ষকদের অনুরুপ স্কুল শিক্ষকদের চাকুরীর মেয়াদ বৃদ্ধি অনুমোদন এবং চাকুরী নিরাপত্তা আইন প্রলয়নসহ ৩দফা দাবী আদায়ের লক্ষে বাংলাদেশ শিক্ষক সমিতি সাতক্ষীরা সদর উপজেলা শাখার পক্ষ থেকে প্রধান মন্ত্রী এবং শিক্ষা মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় সদর উপজেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ আব্দুল সাদী’র হাতে উক্ত স্মারকলিপি প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শফি উদ্দীন, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক বিএম শামসুল হক, সহ সভাপতি মিজানুর রহমান, আব্দুল জব্বার, আমিনুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এম ইদুজ্জামান ইদ্রিস। এছাড়া উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আবজারুল হক, প্রধান শিক্ষক নাজমুল কবির, শিক্ষক শফিকুল ইসলাম, মনোরঞ্জন মন্ডল, মাওঃ মিজানুর রহমান, আবুল কাশেম প্রমুখ।