
ইয়ারুল ইসলাম ::
প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন সাতক্ষীরার উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১০:০০ টায় সাতক্ষীরা সদরের সাতানী ভাদড়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ফুটবল মাঠে ফ্রি ব্লাড গ্রুপিং ও মেডিকেল ক্যাম্প এর আয়োজন করা হয়। সকাল ১০ টা থেকে বিকাল ৪:০০ টা পর্যন্ত এই মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, ব্লাড গ্রুপ নির্ণয়, ফ্রী মেডিকেল চিকিৎসা সেবা, ব্লাড পেসার নির্ণয় এবং ওষুধ বিতরণ করা হয়।
এছাড়া রক্তদানের উপকারিতা, মাদকদ্রব্য প্রতিকার, শিশু শ্রম এবং বাল্যবিবাহ ইত্যাদি বিষয় সচেতনায় পরামর্শ প্রদান করা।
প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন সাতক্ষীরার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আল- ইমরান হুসাইন (পলাশ) এর অর্থায়নে সাতানী ভাদড়া সহ এলাকার প্রায় ১৫১৭ জন মানুষ এই ফ্রি ব্লাড গ্রুপিং ও মেডিকেল ক্যাম্পের সেবা গ্রহন করেন।
আল- ইমরান হুসাইন (পলাশ) জানান অসহায় মানুষের পাশে থাকতে এবং সবার সাথে মিলেমিশে কাঁধে কাঁধ রেখে সামাজিক এই কর্মকান্ড সর্বদা মানবিক কাজে বিলিয়ে দিতে প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন প্রতিজ্ঞাবদ্ধ। আসুন সবাই মিলে দেশ ও দেশের মানুষের স্বার্থে এক সাথে মানবিক কাজে অংশ গ্রহন করি।