
বিশেষ প্রতিনিধি:
প্রযুক্তি নির্ভর সাতক্ষীরা গড়ে তুলতে চায়। যেখানে ক্ষুধা-দারিদ্রমুক্ত বাংলাদেশ গঠনের রোল মডেল হিসেবে এ জেলা দাঁড়াবে। নারী ও শিশু নির্যাতন মুক্ত জেলায় পরিণত হবে। মাদকমুক্ত জেলায় কোন কর্মস্থানের অভাব হবে না। নতুন নতুন কর্মসংস্থানে সুযোগ সৃষ্টি করতে হবে। মঙ্গলবার সকাল সোয়া ১১টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মিলনায়তনে সেয়ারওয়ার্ল্ড আয়োজিত ‘গণতান্ত্রিক প্রক্রিয়ার উন্নয়নে যুব সমাজের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় সাতক্ষীরার যুবকরা এমনই স্বপ্নের কথাগুলো বলেন। সংস্থার কান্ট্রি প্রোগ্রাম ম্যানেজার বিভাষ চক্রবর্তীর সভাপতিত্বে অতিথি ছিলেন সংস্থার বাংলাদেশ প্রোজেক্ট অফিসার জি এম সোয়েব আহমেদ, লোকাল কো-অর্ডিনেটর আমিনা বিলকিস ময়না প্রমুখ। আলোচনা সভায় বক্তারা আরো বলেন, জেলা থেকে সকলের সহযোগিতায় নিরক্ষর মুক্ত করতে হবে। নিরক্ষরতা আমাদের দেশ ও সমাজের একটি বড় অভিশাপ। সাতক্ষীরা একটি উপকুলীয় জেলা। জেলার মানুষকে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা অর্জনের কাজ করতে হবে। তাদের প্রশিক্ষণ দিয়ে নিজেদের জান ও মালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। জেলাকে একটি প্রযুক্তি নির্ভর আদর্শ নগরী গড়ে তুলতে হবে। আলোচনা সভায় জেলার বিভিন্ন প্রান্তের ২৫ জন যুবক অংশগ্রহণ করেন।