প্রসিকিউটর মোহাম্মদ আলীকে মামলার কার্যক্রম থেকে প্রত্যাহার


368 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
প্রসিকিউটর মোহাম্মদ আলীকে মামলার কার্যক্রম থেকে প্রত্যাহার
ফেব্রুয়ারি ৯, ২০১৬ জাতীয় ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

ভয়েস অব সাতক্ষীরা ডটকম ডেস্ক :
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোহাম্মদ আলীকে মামলার সব কার্যক্রম থেকে প্রত্যাহার করা হয়েছে।

গত ৪ ফেব্রুয়ারি ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু স্বাক্ষরিত এক চিঠিতে তাকে মামলার কার্যক্রম থেকে প্রত্যাহার করা হয়।

ওই চিঠিতে বলা হয়েছে, প্রসিকিউটর মোহাম্মদ আলীকে আল-বদর শামসুল হক গং ও হোসেন তরফদারসহ ট্রাইব্যুনালের অন্যান্য মামলার তদন্ত কার্যক্রম থেকে প্রত্যাহার করা হলো।পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তিনি ট্রাইব্যুনালে কোনো মামলা পরিচালনা করতে পারবেন না।

প্রসিকিউটর ঋষিকেশ সাহা সমকালকে তথ্যটি নিশ্চিত করেছেন।

এর আগেও প্রসিকিউটর মোহাম্মদ আলীর বিরুদ্ধে সাভারে জমিদখলসহ বিভিন্ন অভিযোগ উঠেছিল।