
অনলাইন ডেস্ক ::
ইতালির বিপক্ষে শুক্রবার এক প্রীতি ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা। এই ম্যাচ খেলতে এরইমধ্যে আর্জেন্টিনার অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি।
রাশিয়ায় ফুটবল বিশ্বকাপ শুরুর আগে নিজেদের ঝালিয়ে নিতেই শুক্রবার ম্যানচেস্টার সিটির একাডেমি মাঠে খেলতে নামছে আর্জেন্টিনা। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ ইতালি অবশ্য গত ছয় দশকে প্রথমবারের মতো বাছাইপর্ব থেকে বাদ পড়ে রাশিয়া বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছে।
স্ট্রাইকার সার্জিও আগুয়েরো দলের সঙ্গে থাকলেও হাঁটুর ইনজুরির কারণে অনুশীলনে যোগ দেননি। তবে নিকোলাস ওটামেন্ডি, গঞ্জালো হিগুয়েইন, অ্যাঙ্গেল ডি মারিয়া, জাভিয়ার মাসচেরানো ও মার্কোস রোহোর মতো খেলোয়াড়রা অনুশীলনে যোগ দিয়েছেন।
ম্যাচটি শুরু হবে শুক্রবার বাংলাদেশ সময় রাত পৌনে ২টায়।
বিশ্বকাপের আগে আগামী ২৭ মার্চ স্পেনের বিরুদ্ধে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। স্পেনের মাদ্রিদে হবে সেই ম্যাচ। সূত্র: রয়টার্স ও ইভেনিং স্ট্যান্ডার্ড