
এস,কে হাসান ঃ
সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ীতে আমোদখালী স্লুইচ পানি ব্যবস্থাপনা এসোসিয়েশান নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রবিবার ব্যাপক জাকজোমপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়।
ব্লুগোল্ড প্র্গ্রোামের জন্য ফিংড়ী, বুধহাটা ও কুল্যা ইউনিয়নের ১৭ সংগঠনের ৬৮ জন ভোটারকে নিয়ে সভাপতি ও কোষাধ্যক্ষ পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ফিংড়ী ইউনিয়ন পরিষদ হলরুমে ভোট গ্রহণ করা হয়। ৬৮ জন ভোটার ভোট প্রদান করেন। সভাপতি পদে শামছুর রহমান ৪৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। অপরপ্রার্থী লুৎফর রহমান পেয়েছেন ২৪ ভোট। কোষ্যাধ্যক্ষ পদে বিশ্বজিৎ কুমার বাছাড় ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থী অলোক কুমার ঘোষ পেয়েছেন ৩২ ভোট। নির্বাচন পরিচালনা করেন শিমুল বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক প্রদীপ কুমার ঘোষ। হাজার হাজার উচ্ছুক জনতার উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। রাজনৈতিক নেতৃবৃন্দ, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মহাদেব কুমার ঘোষ, ব্লুগোল্ড কর্মকর্তা, ইউপি সদস্য, গন্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের পদভরে নির্বাচন ছিল খুবই আকর্ষনীয়, স্বতঃম্ফুর্ত ও অনিয়ম বহির্ভূত।