ফিংড়ীতে ৩২৬ টি পরিবারের মাঝে বিনামূল্যে বাসগৃহ ও স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন বিতরণ


359 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
ফিংড়ীতে ৩২৬ টি পরিবারের মাঝে বিনামূল্যে বাসগৃহ ও স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন বিতরণ
মার্চ ২৮, ২০১৬ ফটো গ্যালারি সাতক্ষীরা সদর
Print Friendly, PDF & Email

সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের গোবরদাড়ি হাইস্কুল মাঠে দুর্যোগ ব্যবস্থাপনা রুরাল রিকনস্ট্রাকশন ও ওয়াশ প্রকল্পের পক্ষ থেকে ৩২৬ টি পরিবারের বিনামূল্যে গৃহ, ডিপ টিউবওয়েল ও স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন তৈরি করে দেওয়া হয়েছে। রোববার সকালে প্রকল্পের ১ বছর কার্যক্রম শেষে হস্তন্তর অনুষ্ঠান গোবরদাগী মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আর আর এফ এর নির্বাহী পরিচালক ফিলিপ বিশ্বাস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলার নির্বাহী অফিসার শাহ আবদুল সাদী। বিশেষ অতিথি ছিলেন, ফিংড়ি ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান সামসুর রহমান ও সাবেক চেয়ারম্যান মহাদেব কুমার ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের প্রজেক্টার ইঞ্জিনিয়ার মো.জাকির হোসেন, ফাউন্ডেশনের উপ-পরিচালক মো: শামিম উদ্দীন, হ্যাবিট্যাট ফর হিউম্যানিটি বাংলাদেশের দূর্যোগ ব্যবস্থাপক তুষার চক্রবর্তী, প্রকল্প সমন্বয়কারী ওবায়দুল সিকদার প্রমুখ। এসম প্রধান অতিথি বলেন, উক্ত প্রকল্প জেলার দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে নতুন গৃহ নির্মান ও পুরানগৃহ সংস্কার এবং ডিপ টিউবওয়েল এবং স্বাস্থ্যসম্মত গৃহ নির্মান করে দিয়েছে। তারা দেশের জন্য কল্যাণ বয়ে আনবে। এসময় প্রকল্প ২টি নতুন ৬০টি গৃহ নির্মান পুরাতন ৬০ গৃহ সংস্কার করে ২০০টি স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন নির্মান এবং ২টি ডিপ টিউবওয়েল প্রদান করেণ।