ফিংড়ী ইউনিয়নের মেম্বর প্রার্থী সালমার নির্বাচনী র‌্যালী


573 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
ফিংড়ী ইউনিয়নের মেম্বর প্রার্থী সালমার নির্বাচনী র‌্যালী
মার্চ ১১, ২০১৬ Uncategorized
Print Friendly, PDF & Email

এস এম সেলিম হোসেন :
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ফিংড়ী ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের মেম্বর প্রার্থী মোছাঃ সালমা খাতুনের সাইকেল র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে বালিথা থেকে র‌্যালীটি শুরু হয়ে শিমুলবাড়ী, সাড়াগাছী গ্রাম ঘুরে পুনরায় র‌্যালীটি বালিথা গাজীর গ্রামে গিয়ে শেষ হয়। এ সাইকেল র‌্যালীতে প্রায় ২শ সাইকেল অংশ গ্রহন করে। নির্বাচনী গনসংযোগে উপস্থিত ছিলেন মেম্বর প্রার্থী সালমা খাতুন, হাফিজুল গাজী, আলমগীর,বাবলু, রহিম, মাও রবিউল, হযরত আলী,শরিফুল, জব্বার প্রমুখ। নির্বাচনে সালমা খাতুন হেলিকপ্টার প্রতীক নিয়ে নির্ব্চান করছেন। তিনি সকলের দোয়া ও সমার্র্থন কামনা করেছেন।