ফিলিপাইনে পাহাড়ি রাস্তা থেকে বাস খাদে, নিহত ১৯


347 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
ফিলিপাইনে পাহাড়ি রাস্তা থেকে বাস খাদে, নিহত ১৯
মার্চ ২১, ২০১৮ প্রবাস ভাবনা ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

অনলাইন ডেস্ক ::
ফিলিপাইনের মধ্যাঞ্চলে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে ১৯ জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ২১ জন।

বুধবার পুলিশকে উদ্ধৃত করে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ম্যানিলার প্রায় ১৯৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত সাবলায়ান শহরের কাছে এ ঘটনা ঘটে।

আঞ্চলিক পুলিশের নারী মুখপাত্র ইমেলদা টোলেন্টিনো জানান, মঙ্গলবার রাতে মিন্দোরো দ্বীপের এক পাহাড়ি রাস্তায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। গাড়িটি রাজধানী ম্যানিলা যাচ্ছিল।

তিনি আরও জানান, উদ্ধার কর্মীরা বাসটি থেকে হতাহতদের উদ্ধার করেছে।

টোলেন্টিনো এএফপিকে বলেন, ‘চালক কেন বাসটির নিয়ন্ত্রণ হারিয়েছিল তা পুলিশ তদন্ত করে দেখছে।’