
অনলাইন ডেস্ক ::
ফেনী-১ আসনে (পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া) বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
রোববার সকাল ১১টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও ফেনীর জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান মনোয়নয়নপত্র বাছাই করেন। এ সময় মামলাজনিত কারণে খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন তিনি।
পরে ফেনী জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবু তাহের রিটার্নিং কর্মকর্তাকে জানান, খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলা এখনও বিচারাধীন। চেম্বার জজ আদালত মামলাটি বেঞ্চে পাঠিয়ে পুনঃশুনানি করার নির্দেশ দিয়েছেন।
এই অবস্থায় খালেদা জিয়ার মনোনয়নপত্র গ্রহণ করার দাবি জানান তিনি।