ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল


460 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল
আগস্ট ১২, ২০২০ খেলা ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

অনলাইন ডেস্ক ::

করোনাভাইরাসের কারণে বাংলাদেশ চলতি বছরে বাংলাদেশ ক্রিকেট দলের পাঁচটি সিরিজ স্থগিত হয়ে গিয়েছে। তবে, আগামী বছরের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ খেলতে দেশটি সফরে যাবে বাংলাদেশ দল।

বর্তমান ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী, আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যাওয়ার কথা বাংলাদেশ দলের।
এ ব্যাপারে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট জানিয়েছেন, আমাদের পরিস্থিতির অভাবনীয় উন্নতি হচ্ছে। আশা করছি আমারা নির্ধারিত সিরিজগুলো খেলতে পারব।

ডেভিড হোয়াইট বলেন, ‘আমি উইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছি, তারা সফরে আসার ব্যাপারে নিশ্চিত করেছে। একইভাবে পাকিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশও। আমাদের ৩৭ দিনের আন্তর্জাতিক সূচি অপেক্ষা করছে।’

উল্লেখ্য, করোনা মহামারিতে সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে একটি নিউজিল্যান্ড। যেখানে করোনায় মৃতের সংখ্যা ২২।