
ভয়েস অব সাতক্ষীরা ডটকম ডেস্ক :
দেশের বাজারে আবার কমল স্বর্ণের দাম। সব ধরনের স্বর্ণে ভরিপ্রতি দাম কমছে গড়ে এক হাজার টাকা।
নতুন দরে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতিভরি ৪৩ হাজার ২৭৩ টাকা থেকে কমিয়ে ৪২ হাজার ২২৪ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক পর্যালোচনা বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বুধবার থেকে নতুন দাম কার্যকর হবে।
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম পাঁচ বছরের সর্বনিম্ন হারে নেমে আসার পর গত জুলাইয়ের মাঝামাঝি এবং আগস্টের শুরুতে পরপর দু’দফা দেশের বাজারে স্বর্ণের দাম কমায় বাজুস। কিন্তু বিশ্ববাজারে দাম কিছুটা বেড়ে যাওয়ায় গত ২২ আগস্ট দেশের বাজারে স্বর্ণের দাম আবার বাড়ানো হয়।
বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতিভরি স্বর্ণ বুধবার থেকে ৪০ হাজার ১২৪ টাকায় কেনাবেচা হবে। এতদিন এর দাম ছিল ৪১ হাজার ১৭৩ টাকা। ১৮ ক্যারেট প্রতিভরি স্বর্ণের দাম ৩৪ হাজার ৫২৫ টাকা থেকে কমিয়ে ৩৩ হাজার ৪৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
সনাতনী স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে প্রতিভরি ২২ হাজার ৫৭০ টাকা। এতদিন এর দাম ছিল ২৩ হাজার ৯৫ টাকা।
বাজুসের বৈঠকে রুপার দামও কমানো হয়েছে। প্রতিভরি রুপার দাম ৯৯১ টাকা থেকে কমিয়ে ৯৩৩ টাকা নির্ধারণ করেছে বাজুস।