ফের ছেলের বাবা হলেন সোহম


449 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
ফের ছেলের বাবা হলেন সোহম
মার্চ ১১, ২০১৮ ফটো গ্যালারি বিনোদন
Print Friendly, PDF & Email

অনলাইন ডেস্ক ::
সদ্য মুক্তি পেয়েছে সোহম-শুভশ্রীর ‘হানিমুন’। দর্শকমহলে প্রশংসা পেয়েছেন তারা। চলতি সপ্তাহেই শুভশ্রীর জীবন নতুন বাঁক নেয়। পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে রেজিস্ট্রি করে বিয়ে করেন নায়িকা। অন্যদিকে সোহমের জীবনেও এল খুশির খবর। গত শুক্রবার দ্বিতীয়বারের জন্য বাবা হলেন সোহম।

সোহমের স্ত্রী তনয়া পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। মা ও সন্তান দু’জনেই এখন ভাল আছেন। সোহম বললেন, সত্যিই খুব ভাল লাগছে। ছোট ছেলের এখনও নাম ঠিক করিনি। রবি কিনাগির একটা ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল। তনয়ার অপারেশনের জন্যই পিছিয়ে দিয়েছিলাম। এ মাসের মাঝামাঝি থেকে শুরু করব।

২০১৬-এ প্রথমবার বাবা হন সোহম। সে বারও তনয়ার কোলে এসেছিল পুত্র সন্তান। ২০১২-তে তনয়ার সঙ্গে বিয়ে হয়েছিল সোহমের।

শিশুশিল্পী হিসেবে অভিনয়ে প্রবেশ সোহমের। তার পর বড় হয়ে পুরোদস্তুর অভিনয়কেই পেশা হিসেবে বেছে নেন সোহম। সক্রিয় রাজনীতির ময়দানেও তাকে দেখেছেন দর্শক।