ফেসবুকের বিরুদ্ধে তদন্ত করছে মার্কিন ট্রেড কমিশন


432 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
ফেসবুকের বিরুদ্ধে তদন্ত করছে মার্কিন ট্রেড কমিশন
মার্চ ২১, ২০১৮ প্রবাস ভাবনা ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

অনলাইন ডেস্ক ::
পাঁচ কোটি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য অপব্যবহারের অভিযোগে ফেসবুকের বিরুদ্ধে তদন্ত করছে মার্কিন ফেডারেল ট্রেড কমিশন। এরই মধ্যে অভিযুক্ত প্রতিষ্ঠান কেমব্রিজ অ্যানালিটিকার প্রধান আলেকজেন্ডার নিক্সকে কোম্পানি বোর্ড থেকে অপসারণ করা হয়েছে।

ফেসবুকের বিরুদ্ধে অভিযোগ, ব্যবহারীর তথ্য সংগ্রহের জন্য কেমব্রিজ অ্যানালিটিকা নামের একটি প্রতিষ্ঠানকে অ্যাপ ব্যবহারের অনুমতি দিয়েছিল ফেসবুক। ওই অ্যাপের মাধ্যমে প্রায় পাঁচ কোটি ব্যবহারকারীর তথ্য সংগ্রহের পরের তা বিশ্লেষণ করে ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে ব্যবহার করা হয়। এ কাজের সঙ্গে জড়িত এক অধ্যাপক সম্প্রতি মুখ খোলায় তা গণমাধ্যমে আসে।

গোপনে এসব তথ্য হাতিয়ে নিয়ে তা ব্যবহার করে প্রতিষ্ঠানটি মার্কিন নির্বাচন নীতি ভঙ্গ করেছে বলে অভিযোগ ওঠেছে। তবে কেমব্রিজ অ্যানালিটিকা এসব অভিযোগ অস্বীকার করেছে।

এদিকে ফেসবুকের বিরুদ্ধে এমন অভিযোগের ওঠার পর গত সোমবার থেকে শেয়ার মার্কেটে ফেসবুকের শেয়ার দামে ধস নামে এবং তা অব্যাহত আছে।

ব্রিটিশ ও ইউরোপীয় পার্লামেন্ট ফেসবুকের মালিক মার্ক জুকারবাগের কাছে এসব অভিযোগের ব্যাখা চেয়েছেন। তবে ফেসবুকের পক্ষ থেকে এখনও কিছু বলা হয়নি।

মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার সদর দফতরে সাম্প্রতিক সংকট নিয়ে ফেসবুকে কর্মীদের বৈঠকে উপস্থিত ছিলেন না মার্ক জুকারবার্গ। তার পরিবর্তে ডেপুটি জেনারেল পল গ্রেভালের নেতৃত্বে বৈঠক অনুষ্ঠিত হয়।