
ভয়েস অব সাতক্ষীরা ডটকম ডেস্ক :
ফেসবুকে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ টাকা আত্মসাতের অভিযোগে ৩ বিদেশিসহ ৫ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)।
মঙ্গলবার রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে বুধবার দুপুরে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের উপ-পরিচালক মেজর রুম্মান মাহমুদ সমকালকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, আটককৃতদের মধ্যে ৩ জন নাইজেরিয়ান নাগরিক। এ চক্রটি ফেসবুকের মাধ্যমে বিভিন্ন মানুষের কাছ থেকে প্রতারণা করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছে।
এ বিষয়ে বিকেলে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হবে বলেও জানান রুম্মান মাহমুদ।