ফ্লোরিডায় ওভারব্রিজ ধসে নিহত ৪


487 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
ফ্লোরিডায় ওভারব্রিজ ধসে নিহত ৪
মার্চ ১৬, ২০১৮ প্রবাস ভাবনা ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

অনলাইন ডেস্ক ::
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামিতে একটি ফুটওভার ব্রিজ ধসে কমপক্ষে ৪ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১০ জন। খবর বিবিসির।

ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কাছের এই ফুটওভার ব্রিজটি বৃহস্পতিবার বিকেলে ধসে পড়ে। সে সময় ব্রিজের নিচে থাকা কমপক্ষে আটটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ওভারব্রিজের আশপাশে এখনও উদ্ধার অভিযান চলছে। ধারণা করা হচ্ছে ব্রিজের নিচে এখনও কেউ আটকে পড়ে থাকতে পারে।

মিয়ামির ফায়ার সার্ভিস বিভাগের প্রধান বৃহস্পতিবার রাতে বিবিসিকে বলেন, এ ঘটনায় অন্তত ৪ নিহত হয়েছেন। ব্রিজের নিচে কেউ আটকে আছে কিনা তা এখনও স্পষ্ট নয়।

সিএনএনের খবরে বলা হয়েছে, গত বছর ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র গাড়িচাপায় আহত হওয়ায় শিক্ষার্থীদের নিরাপত্তার সুবিধার্থে এখানে ফুটওভারব্রিজ স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। গত শনিবার ব্রিজটিতে স্প্যান বসানো হয় এবং ৬ ঘণ্টার মধ্যে ব্রিজটি তৈরি করা হয়। নির্মাণাধীন ব্রিজটি কেন ধসে তা পড়ল তা এখনও অস্পষ্ট।ব্রিজ নির্মাণে ব্যয় হয়েছিল ১ কোটি ৪২ লাখ ডলার।