‘বঙ্গবন্ধু থাকলে যেটা ১০ বছরে হতো, সেটা করতে অনেক বছর লাগলো’


470 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
‘বঙ্গবন্ধু থাকলে যেটা ১০ বছরে হতো, সেটা করতে অনেক বছর লাগলো’
মার্চ ২২, ২০১৮ জাতীয় ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

অনলাইন ডেস্ক ::
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ হিসেবে রেখে গিয়েছিলেন, আমরা সেখান থেকে ১ ধাপ উন্নতি করেছি। সল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জন করেছি। কিন্তু বঙ্গবন্ধু বেঁচে থাকলে যেটা ১০ বছরে হতো, সেটা করতে আমাদের অনেক বছর লেগে গেল।

বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জন করায় প্রধানমন্ত্রীকে এই সংবর্ধনা দিয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ।

প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নের যে অগ্রযাত্রা শুরু হয়েছে, সেটাকে অব্যাহত রাখতে হবে। এটা যেন থেমে না যায়।