
ভয়েস অব সাতক্ষীরা ডটকম ডেস্ক :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের কিউরেটর পদে নিয়োগ পেয়েছেন সাবেক শিক্ষাসচিব নজরুল ইসলাম (এন আই) খান।
বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে এ দায়িত্ব দেন।
নতুন দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় সাবেক সচিব ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক একান্ত সচিব এন আই খান বলেন, ‘এটা গুরু দায়িত্ব। কতটুকু পালন করতে পারব জানি না। তবে চেষ্টা করে যাব।’
এন আই খান গত বছরের ৩০ নভেম্বর অবসরে যান। সর্বশেষ তিনি শিক্ষাসচিবের দায়িত্বে ছিলেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধানমন্ডি ৩২ নম্বরের যে বাড়িতে জীবনের গুরুত্বপূর্ণ সময় কাটিয়েছেন, স্বাধিকারের সংগ্রামে জাতিকে দিক- নির্দেশনা দিয়েছেন, সে বাড়িটিই এখন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর।