
আবুল কামেম :
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি হওয়ায় সমুন্দ্রবন্দরসমুহে চার নম্বর সতর্ক সংকেত জারী করা হয়েছে। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকুলীয় এলাকায় সতর্কতামুলক ব্যবস্থা নেয়া হয়েছে। এসব এলাকায় মাইকিং করে জনসাধারনকে সজাগ করা হচ্ছে।
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সায়েদ মোহাম্মদ মঞ্জুর আলম ভয়েস অব সাতক্ষীরা ডটকমকে জানান, বৃহস্পতিবার সকালে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা আহবান করা হয়েছে। এছাড়া বুধবার দুর্যোগকালীন ও দুর্যোগপরবর্তী সময়ে যে কোন ক্ষতি মোকাবেলায় আড়াই হাজার স্বেচ্ছাসেবীকে প্রস্তুত রাখা হয়েছে। প্রত্যেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে মাইকিং করে জনসাধারনকে সজাগ থাকার আহবান জানানো হয়েছে। পাশাপাশি মাছ ধরা ট্রলার ও নৌকাগুলিকে উপকুলীয় এলাকার কাছাকাছি থাকতে বলা হয়েছে।
এবিষয়ে,পদ্মপুকুর ইউনিয়নের চেয়ারম্যান আমজাদ হোসেন জানান, তার ইউনিয়নে রাত সাড়ে ৮ টার দিকে মাইকিং করা শুরু হয়েছে। এছাড়া উপকূলবর্তী এলাকায় একই ভাবে মাইকিং করে জনগনকে সতর্ক করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।