
ভয়েস অব সাতক্ষীরা ডটকম ডেস্ক :
বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ১০ লাখ পিস ইয়াবাসহ একটি ইঞ্জিনচালিত মাছ ধরার ট্রলার জব্দ করেছে র্যাব। এ সময় মাদক পাচারকারী চক্রের ৮ সদস্যকে আটক করা হয়।
বুধবার ভোরে র্যাব-৭ এর (চট্টগ্রাম) একটি টিম এ অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করে।
র্যাব-৭ এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মিফতা উদ্দিন আহমেদ জানান, ভোরে গোপন সংবাদের ভিক্তিতে বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে একটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়। ট্রলার থেকে প্যাকেট ভর্তি ১০ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ট্রলারের মালিকসহ আটজনকে আটক করা হয়।