
অনলাইন ডেস্ক
আঘাত হেনেছে এ বছরের কাল বৈশাখী। শনিবার দুপুরের পর ঢাকাসহ দেশের ছয় জেলায় কালবৈশাখী আঘাত হানে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, এদিন নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মাদারীপুর ও বরিশালে কালবৈশাখী ঝড় আঘাত হানে। সঙ্গে বৃষ্টিও রয়েছে।ঢাকায় ঘণ্টায় ২০ থেকে ৩০ কিলোমিটার গতিতে বাতাস বয়ে যায়।
আবহাওয়া কার্যালয় থেকে বলা হয়েছ, ঘণ্টায় ৫০ কিলোমিটার গতিতে কালবৈশাখী আঘাত হানতে পারে। কালবৈশাখীর সঙ্গে বজ্রপাত ও শীলাসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বিকেল থেকেই ঢাকায় গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে।