
পুরাতন সাতক্ষীরার বদ্দিপুর কলোনীতে নব নির্বাচিত দুই কাউন্সিলরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বদ্দীপুর কলোনী জনকল্যান সমিতির আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রদান অতিথি ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ। বিশেষ অতিথি ছিলেন পৌর আওয়ামী লীগের প্রাক্তন যুগ্ম সম্পাদক তায়ফুল ইসলাম, ৩ নং ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলর শেখ আব্দুর রশিদ, সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর (১, ২ ও ৩) জ্যোৎন্সা আরা, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি রাশেদুজ্জামান রাশি, সরকারি কলেজের প্রাক্তন ভিপি আব্দুল কাদের, ৭ নং ওয়ার্ড আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, যুবলীগ নেতা রবিউল ইসলাম, আব্দুর রহিম, নুরুজ্জামান ময়না, সবুর খান, কামরুল ইসলাম প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে দুই কাউন্সিলরকে নির্বাচিত করেছে। তাদের জনগণের প্রতি দায়িত্ব অনেক। এই ওয়ার্ডের উন্নয়ন ও উৎপাদনের জন্য তাদের দায়িত্ব পালন করতে হবে। তিনি আরো বলেন, মানুষের সুখে-দুঃখে কাজ করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে। অনুষ্ঠানে বদ্দীপুর কলোনী জনকল্যান সমিতির পক্ষ থেকে ৩ নং ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলর শেখ আব্দুর রশিদ ও সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর (১, ২ ও ৩) জ্যোৎন্সা আর কে সংবর্ধান প্রদান করা হয়।