‘বন্দুকযুদ্ধে’ ধর্ষণ মামলার আসামি নিহত


450 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
‘বন্দুকযুদ্ধে’ ধর্ষণ মামলার আসামি নিহত
এপ্রিল ১, ২০১৮ জাতীয় ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

অনলাইন ডেস্ক ::
কক্সবাজারের চকরিয়ায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আব্দুর রহিম (২০) নামের ধর্ষণ মামলার এক আসামি নিহত হয়েছে। শনিবার রাত ১টার দিকে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের উলুবনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রহিম উলুবনিয়া এলাকার বাসিন্দা।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. রুহুল আমিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে র‌্যাবের একটি দল উলুবনিয়া এলাকায় অভিযানে যায়। সেখানে অবস্থান করা সন্ত্রাসীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। র‌্যাব সদস্যরাও তখন পাল্টা গুলি ছুড়লে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এরপর সেখানে গুলিবিদ্ধ একজনের লাশ পাওয়া যায়। ঘটনাস্থল থেকে একটি দেশি বন্দুক ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, গত ২৬ মার্চ উলুবনিয়া এলাকার এক বাড়িতে পাঁচ বছরের একটি শিশু ধর্ষণের শিকার হয়। ওই ঘটনায় গত ২৮ মার্চ শিশুটির বাবা প্রতিবেশী আব্দুর রহিমের বিরুদ্ধে চকরিয়া থানায় মামলা করেন।

রহিমের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এই র‌্যাব কর্মকর্তা।