
অনলাইন ডেস্ক :
উচ্চাভিলাসী বাজেটের সমালোচনা করে অর্থমন্ত্রীর উদ্দেশে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, স্বপ্নের আগে পেটে ভাত দিন। পেটে ভাত ছাড়া স্বপ্ন দেখার মতো লম্বা ঘুম হয় না।
রোববার জাতীয় সংসদে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সমালোচনা করে তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু হয়নি। নির্বাচন কমিশন প্রশ্নবিদ্ধ হয়েছে।
গত বৃহস্পতিবার ২০১৬-১৭ অর্থ বছরের বাজেট পেশ করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। প্রায় ৩ লাখ ৪০ কোটি টাকার এ বাজেটকে খোদ অর্থমন্ত্রীই উচ্চাভিলাসী বলেছেন। বড় আকারের বাজেটের সমালোচনা করে রওশন এরশাদ বলেন, ‘বড় বাজেট দেয়ার মধ্যে কৃতিত্ব নেই। বাজেট বাস্তবায়ন করতে পারাই বড় কথা। চলতি অর্থ বছরের মতো আগামী বছরেও রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন অসম্ভব হয়ে পড়বে।’
বাজেট ঘোষনার পর অর্থমন্ত্রী বলেছিলে, তিনি বড় বাজেট বাস্তবায়নের স্বপ্ন দেখেন। তার এ বক্তব্যের সমালোচনা করে সংসদের বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) সিনিয়র কো-চেয়ারম্যান রওশন বলেন, ‘স্বপ্নে আমরা অনেক জায়গায় ঘুরে বেড়াই। কিন্তু ঘুম ভাঙলেই দেখি বিছানায় শুয়ে আছি। স্বপ্ন দেখতে হলে লম্বা ঘুম দরকার। আর ঘুম দিতে হলে পেটে ভাত থাকা দরকার।’
বিরোধীদলীয় নেতা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, স্বপ্ন দেখাতে হলে জনগণের পেটে ভাত দিতে হবে।
নির্বাচন কমিশনের সমালোচনা করে বিরোধীদলীয় নেতা বলেন, ‘ইউপি নির্বাচনে যা হয়েছে, তা জনগণ ও আমরা আশা করিনি। নির্বাচন সুষ্ঠু হয়নি। এই মারামারি আশা করিনি। ১১২ জন কেন মারা গেলেন? কী কারণে মারা গেলেন? এ জন্যই নির্বাচন কমিশন প্রশ্নবিদ্ধি, নির্বাচন প্রশ্নবিদ্ধ।’
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নয় বলে অভিযোগ করেন রওশন এরশাদ। চট্টগ্রামে জঙ্গী বিরোধী অভিযানে নেতৃত্ব দেওয়া পুলিশের এসপি বাবুল আকতারের স্ত্রীকে হত্যার নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘যে ঘটনা ঘটেছে, তা নিন্দনীয়। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক বলা যাবে না। পুরো বিশ্বে জঙ্গিবাদের উত্থান ঘটছে। একে বিচ্ছিন্নভাবে দেখলে হবে না। জঙ্গি উত্থানের কারণে বিনিয়োগ হচ্ছে না।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী, কাজী ফিরোজ রশিদ এমপি, ফখরুল ইমাম এমপি, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা, নূর-ই-হাসনা লিলি চৌধুরী এমপি, বিরোধীদলীয় হুইপ নূরুল ইসলাম ওমর এমপি, বিরোধীদলীয় হুইপ সেলিম উদ্দীন এমপি প্রমুখ।