
দিনভর আনন্দ উল্লাস কেক কাটা,জন্মদিনের গান, নৃত্য, সঙ্গীত পরিশেন, ফুল দিয়ে শুভেচ্ছা ও বরন,আবৃতি প্রীতি ভোজ ,মাল্টিমিডিয়ায় নবজীবনের বিভিন্ন প্রদর্শনী সহ নানা কর্মসৃচির মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে নবজীবন প্রাঙ্গনে গতকাল নবজীবনের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক শহিদ খানের ৮০ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। নবজীবন পরিবারের পক্ষ থেকে এই বর্নাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।এসময় নবজীবন প্রাঙ্গন কর্মকর্তা,কর্মচারী, অতিথি,ছাত্র-ছাত্রী,শিক্ষক ,অভিভাবক ও শুভাকাঙ্খীদের মিলন মেলায় পরিনত হয়। শুরুতে নবজীবন প্রধান কার্যালয়,নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউিট,নবজীবন ইনস্টিটিউট,নবজীবন মেডিকেল ইন্সটিটিউট, নবজীবন মাইক্রোফিন্যান্স, নবজীবন স্পন্সরশীপ প্রোগ্রাম, নবজীবন গ্রামীন সুপেয় পানি সরবরাহ প্রকল্প সহ সকল সহযোগী প্রতিষ্ঠান, রাজনেতিক,সামাজিক,সেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন ব্যাংক ও ব্যাবসায়ী প্রতিষ্ঠান ও জেলার অনেক গন্যমান্য ব্যক্তি বর্গরা তার মহানুভবতা ও কৃতকর্মের পুরস্কার স্বরুপ ফুলের তোড়া দিয়ে নবজীবনের প্রানপুরুষ ও স্বপ্নদ্রষ্টা শহিদ খানকে শুভেচ্ছা জানান ও শ্রদ্ধা নিবেদন করেন।শুভেচ্ছা বক্তব্য রাখেন নবজীবনের নির্বাহী পরিচালক তারেকুজ্জামান খান। তিনি নবজীবনের বিভিন্ন সেবামুলক কার্যক্রম,শিক্ষা কার্যক্রম,উন্নয়নমুলক কর্মকান্ড,শিক্ষা ক্ষেত্রে নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউিট,নবজীবন ইনস্টিটিউটের অভুতপুর্ব সাফল্য,প্রতিষ্ঠাতার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে গুরত্বপুর্ন বক্তব্য রাখেন। সাথে সাথে প্রতিষ্ঠাতার প্রতি কৃতঞ্জতা প্রকাশের পাশপাশি তিনি তার দীর্ঘায়ু কামনা করেন। পরে নবজীবনের প্রতিষ্ঠাতা শহিদ খান তার উদ্দেশ্য অনুভুতি ও সাফল্য তুলে ধরে গুরুত্বপুর্ন বক্তব্য রাখেন। তিনি বলেন আমার লক্ষ্য ও স্বপ্ন ছিল সাতক্ষীরাবাসী তথা এলাকার দরিদ্র ও বেকার মানুষদের স্বাবলম্বীকরা, স্বল্পখরচে মানসম্মত শিক্ষাদান, স্বাস্থ্য সেবা প্রদান , এতিম ও দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য শিক্ষা সহায়তা সহ বেকার জনগোষ্ঠিকে বিভিন্ন প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ করা এবং কর্মসংস্থানের পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নসহ কল্যানকর কাজ করা। এ সময় সুর্য্যরে আলো সম্পাদক আব্দুল ওয়ারেশ খান চৌধুরি,শম্ভু কুমার দে,নবজীবনের সভাপতি সামছুল আলম খান,হাফিজুল ইসলাম খান,গাজী আবুল কাসেম,তৈয়েব হাসান সামছুজ্জামান,আবুল কাশেম,তানজিলা বেগম,মাহমুদ আলী সুমন,প্রিন্স,কামরুজ্জামান রাসেল ,অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম,উপাধ্যক্ষ মীর ফখরউদ্দীন আলী আহমেদ,সহকারী প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ,অহিদুজ্জামান খান প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি