বহুল আলোচিত অধ্যক্ষ আখতারুজ্জামানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবীতে সাতক্ষীরা ডিসি অফিসের সামনে মানববন্ধন ও সমাবেশ


520 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
বহুল আলোচিত অধ্যক্ষ আখতারুজ্জামানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবীতে সাতক্ষীরা ডিসি অফিসের সামনে মানববন্ধন ও সমাবেশ
আগস্ট ৪, ২০১৫ ফটো গ্যালারি সাতক্ষীরা সদর
Print Friendly, PDF & Email

বিশেষ প্রতিনিধি:
সাতক্ষীরার এ্যাডভোকেট আব্দুর রহমান কলেজের অধ্যক্ষ আখতারুজ্জামানের দুর্নীতি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন এড. আব্দুর রহমান। এ সময় সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখে জেলা জাসদের সাধারণ প্রভাষক অধ্যাপক ইদ্রিস আলী, জেএসডি নেতা সুধাংশু শেখর সরকার, জেলা ন্যাপের সাধারণ সম্পাদক কাজী সাইদুর রহমান, অধ্যক্ষ মনিরুজ্জামান, প্রভাষক সুশান্ত কুমার ঘোষ, প্রভাষক আব্দুল কাদের, প্রভাষক আবু সুফিয়ান, আব্দুল কালাম আজাদ, ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম, রুহুল আমিন, আব্দুস সাত্তার প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড। সেই শিক্ষার ভেতরে দুর্নীতি ঢুকলে জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। যে ব্যক্তি সেই শিক্ষাকে পণ্য হিসেবে ব্যবহার করে। তার স্থান এ সমাজে হতে পারে না। এছাড়া কয়েকদিন পূর্বে বাড়ির সৌন্দয্য নষ্টের অজুহাতে লোকচক্ষুর অন্তরালে আমগাছের গোড়ায় ড্রীল মেশিন দিয়ে ছিদ্র করে তার ভিতর এসিড পানি ঢেলে দেয় গাছটি মেরে ফেলেছে। আখতারুজ্জামান গ্রেফতার না হওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বক্তারা। তারা আরো বলেন, অধ্যক্ষ আক্তারুজ্জামান স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে সকল নিয়ম তোয়াক্কা না করে একের পরে এক শিক্ষা বানিজ্য করেছে। তার নিজের নামে ১৮টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান তৈরী করেছেন। এসব কলেজে শিক্ষক-কর্মচারী নিয়োগের নামে কয়েক  কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। শিক্ষাকে বানিজ্যকরণের  সকল প্রমাণ থাকার পরও প্রশাসন কোন ব্যবস্থা গ্রহণ করে না। বক্তারা অবিলম্বে ওই দুর্নীতিবাজ আখতারুজ্জামানকে গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা বাস্তহারালীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ।